0%

UTSHO DIGITIAL

shape shape shape shape shape
আমরা কে এবং কীভাবে কাজ করি

ডিজিটাল সমাধানে
আপনার নির্ভরযোগ্য পার্টনার

আমাদের সম্পর্কে

বিশ্বাস, দক্ষতা ও ডিজিটালের
শক্তিতে গড়া একটি যাত্রা

আমরা শুধু একটি টিম নয় — আমরা আপনার ডিজিটাল সাফল্যের সহযাত্রী। একজন অভিজ্ঞ ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার এবং ডিজিটাল স্ট্র্যাটেজি এক্সপার্ট হিসেবে আমরা ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, সেলস ফানেল ভিত্তিক পেজ তৈরি, রেসপন্সিভ ডিজাইন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ব্র্যান্ড গঠন— প্রতিটি খুঁটিনাটিতে নিখুঁতভাবে কাজ করি। আমাদের লক্ষ্য হচ্ছে আপনার ব্যবসার ডিজিটাল উপস্থিতিকে আরও শক্তিশালী করা এবং অনলাইন থেকে সত্যিকারের ফল পাওয়া। আমরা বিশ্বাস করি — একটি পেশাদার ওয়েবসাইট বা একটি সঠিক মার্কেটিং স্ট্র্যাটেজি আপনার ব্যবসাকে নিয়ে যেতে পারে একদম নতুন উচ্চতায়।

সবার উন্নতিতে আমাদের প্রতিশ্রুতি

পরিকল্পনায় দক্ষতা,
লক্ষ্যে সাফল্য

1

সাফল্যের জন্য গভীর
পরিকল্পনা ও বিশ্লেষণ

2

ক্লায়েন্ট অনুযায়ী কাস্টম
ডিজিটাল সমাধান

3

ফলপ্রসূ বাস্তবায়ন ও
স্মার্ট অপারেশন

4

দীর্ঘমেয়াদি উন্নয়ন ও
ব্র্যান্ড গ্রোথ গড়া

আমাদের মিশন

আমরা বিশ্বাস করি প্রতিটি ব্যবসা ইউনিক, তাই আমরা এমন একটি ডিজিটাল সমাধান গড়ে তুলছি যা যে কেউ সহজেই ব্যবহার করে নিজের ব্যবসাকে অনলাইনে প্রসারিত করতে পারে—দক্ষতা যাই হোক না কেন।

আমাদের উদ্দেশ্য

আমাদের মূল লক্ষ্য হলো সর্বোচ্চ ব্যবহারকারী অভিজ্ঞতা নিশ্চিত করা, সেবা সহজতর করা এবং প্রযুক্তিগত সহযোগিতার মাধ্যমে ক্লায়েন্টদের জন্য কার্যকর ও টেকসই ডিজিটাল মার্কেটিং সমাধান তৈরি করা।

12
বছরের
অভিজ্ঞতা
1289
প্রকল্প
সম্পন্ন
10394
সন্তুষ্ট
ক্লায়েন্ট

নেতৃত্বে যিনি ভবিষ্যতের পথ দেখান

UTSHO Mondal আমাদের কোম্পানির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। একজন অভিজ্ঞ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে তিনি কেবল একটি টিম পরিচালনা করেন না, বরং একটি স্বপ্নের গতিপথ তৈরি করেন—যেখানে প্রতিটি ক্লায়েন্টের সমস্যা একটি সমাধানে রূপ নেয়। তাঁর নেতৃত্বে আমরা শুধু ওয়েবসাইট বা ডিজিটাল ক্যাম্পেইন তৈরি করি না—আমরা ব্যবসার প্রকৃত রূপান্তর ঘটাই। তিনি বিশ্বাস করেন, একজন উদ্যোক্তার ডিজিটাল উপস্থিতি যতটা টেকনিক্যাল, ততটাই আবেগনির্ভর। তাই প্রতিটি প্রজেক্টে থাকে কাস্টমাইজড কন্টেন্ট, ইউজার ফোকাসড ডিজাইন, এবং সেলস ফানেল অনুযায়ী স্ট্র্যাটেজি। তাঁর নির্দেশনায় আমাদের টিম হয়ে উঠেছে একদল ভিশনারি প্রফেশনাল, যারা প্রতিটি ক্লায়েন্টের সাফল্যকে নিজের স্বপ্ন বলে মনে করে।

“ডিজিটাল শক্তি শুধুমাত্র প্রযুক্তি নয়, এটি বিশ্বাস, সময় ও দৃষ্টিভঙ্গির একত্রিত রূপ।”

— UTSHO Mondal

আমাদের দর্শন ও যাত্রাপথ

আমরা শুধু একটি সার্ভিস নয় — আমরা একটি অভিজ্ঞতা তৈরি করি। প্রতিটি প্রজেক্টে আমরা কাস্টমারদের স্বপ্ন এবং চাহিদাকে গুরুত্ব দিয়ে, পেশাদারিত্বের সঙ্গে কাজ করি যেন ব্র্যান্ডটি নিজস্ব পরিচয়ে জ্বলে ওঠে।

পরিবর্তনশীল ডিজিটাল জগতে স্থায়িত্ব পেতে হলে সঠিক পরিকল্পনা ও এক্সিকিউশন জরুরি — আমরা সেটিই নিশ্চিত করি।

সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার প্রতিটি ধাপে আমরা আপনার পাশে থাকি, পরামর্শ থেকে শুরু করে বাস্তবায়ন পর্যন্ত।

নির্বাচিত প্রকল্পসমূহ

আমরা বিশ্বাস করি
আমাদের সফলতায়

আমাদের সফলতা

বিশাল সংখ্যক সেবা সম্পন্ন

৫০ মিলিয়ন+ ইউটিউব সাবস্ক্রাইবার বিক্রি ১০০ মিলিয়ন+ ফেসবুক ফলোয়ার বিক্রি
ক্রমবর্ধমান সাফল্য

বিশ্বজুড়ে প্রসারিত গ্রাহক

৩০ মিলিয়ন+ ওয়াচ টাইম বিক্রি ২০ মিলিয়ন+ ইনস্টাগ্রাম ফলোয়ার বিক্রি

আমাদের এক্সপার্ট
টিমের সাথে পরিচিত হন

আমরা 100% রিমোট টিম, যাদের অবস্থান বিশ্বজুড়ে ছড়িয়ে আছে!

উৎস মন্ডল

CEO ও ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট

মোঃ আল-আমিন

ফুল-স্ট্যাক ওয়েব ডেভেলপার

সালমান হোসাইন

সিনিয়র ফ্রন্টএন্ড ডেভেলপার

তামান্না হক

ইউএক্স/ইউআই ডিজাইনার

রায়হান করিম

গ্রাফিক্স ডিজাইন এক্সপার্ট

মেহজাবিন রওনক

সোশ্যাল মিডিয়া ম্যানেজার

ফারহান কবির

ব্র্যান্ড স্ট্র্যাটেজি কনসালটেন্ট

জারা মাহমুদ

ইমেইল মার্কেটিং স্পেশালিস্ট

তাওহিদ রহমান

মোশন গ্রাফিক্স ও ভিডিও এডিটর

নাজমুল হাসান

এসইও ও কনটেন্ট মার্কেটার

রুকাইয়া জাহান

ক্লায়েন্ট রিলেশনশিপ ম্যানেজার

রাফিদ আহমেদ

প্রজেক্ট কো-অর্ডিনেটর